জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না।।
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে।
কি জাত হবা যাবার কালে
সেই কথা ভেবে বলো না।।
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো শুচি।
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না।।
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কী ক্ষতি হয়।
লালন বলে জাত কারে কয়
এই ভ্রম তো গেল না।।
-------------লালনগীতি
Thursday, 13 November 2025
Saturday, 11 October 2025
প্রাণনাথ, ছাড়িয়া যাইও না মোরে রে
প্রাণনাথ,
ছাড়িয়া যাইও না মোরে রে ॥
কথা রাখো কাছে থাকো
যাইও না রে দূরে
বন্ধু রে, দূরে গেলে পরান আমার
ছটফট ছটফট করে রে ॥
তুমি আমার কাছে থাকো
এই আমার বাসনা
বন্ধু রে, মন যারে চায় তারে ছাড়া
মনে তো বোঝে না রে ॥
তোমার প্রেমে হইলাম আমি
মিছা দোষের ভাগী
বন্ধু রে, তোমারে না পাইলে আমি
বিনা রোগে রোগীরে ॥
বাউল আবদুল করিম বলে
কী বলিব বেশি
বন্ধু রে, মনে চায় দেখিতে তোমার
সোনামুখের হাসি রে
----------শাহ আব্দুল করিম
Labels:
শাহ আব্দুল করিম
রঙের দুনিয়া তোরে চাই না
রঙের দুনিয়া তোরে চাই না
দিবানিশি ভাবি যারে
তারে যদি পাই না ॥
বন্ধুর প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন-রজনী
কুলহারা কলঙ্কিনী
কারো কাছে যাই না ॥
প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
পূর্বে যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না ॥
আসি বলে গেল চলে
ভাসি সদা নয়নজলে
বাউল আবদুল করিম বলে
রঙের গান আর গাই না ॥
----------শাহ আব্দুল করিম
Labels:
শাহ আব্দুল করিম
Subscribe to:
Comments (Atom)