Tuesday 1 January 2013

ভাঙ্গা স্বপ্ন


ভাঙ্গা স্বপ্ন

অনেক গল্প লিখেছিলাম তোমায় নিয়ে

দেখানো হয় নি কী তোমায়?

না না, তা নয় ভুল করছি।

তুমি দেখতে পাও নি

আমার মনের টেবিলই ছিল

ঘরটা আমার আলগা ছিল

বাঁশের বেড়ায় ঘেরা

পয়সা ছিল না মোটা কাগজ কেনার

কালি ও ছিল না ভালো

একদিন গভীর রাতে

ঝমঝম করে বৃষ্টি নামে

শীতকালেও বৃষ্টি

চমক লাগে

ছুটে যাই বেড়ার পাশের টেবিলে

জল পড়েছে বটে

কাগজের তেমন কোনো ক্ষতি হয় নি

দোষ কালিটার

ঝাপসা হয়ে গেছে।

আমার মনের কোনের স্বপ্ন গুলো

আবার বসেছে কালি নিয়ে,লিখবে

কিন্তু ভাবনা একটাই

ঝাপসা কাগজে কী আবার স্পষ্ট লেখা যায়?

আমার তিনদিনের স্বপ্ন হারিয়ে গেছে


আমার তিনদিনের স্বপ্ন হারিয়ে গেছে


আমার স্বপ্ন , আমার তিনদিনের স্বপ্ন
তোমার মিঠেল রোদের বাঁশি
বাজায় যে সুর আমার কানে
তোমার হৃদয় টানে , আমার প্রানে
আমার তিন দিনের এই স্বপ্ন , হারিয়ে গেছে
হারিয়ে গেছে তোমার মিথ্যে বদনামে।
আমার স্বপ্ন , আমার তিনদিনের স্বপ্ন
প্রেমের ময়দানে , বেরিয়েছিল তোমার খোঁজে
স্বপ্ন তরী ভাসিয়ে নিয়ে দুচোখ বুজে
গোলাপ সাজে , তোমার মনের মাঝে
আমার তিনদিনের এই স্বপ্ন হারিয়ে গেছে
হারিয়ে গেছে তুমি অবুঝ বুঝে।
আমার স্বপ্ন , আমার তিনদিনের স্বপ্ন
মগ্ন ছিল তোমায় নিয়ে রং তুলিতে
তোমার মনের কোনের ঘুলঘুলিতে
স্বপ্নের আবির হাতে , সুবাস পুস্প অঞ্জলিতে
আমার তিনদিনের এই স্বপ্ন হারিয়ে গেছে
হারিয়ে গেছে তুমি নেভাতে প্রেমের সলতে।
আমার স্বপ্ন , আমার তিনদিনের স্বপ্ন
মুগ্ধ ছিল , মত্ত ছিল তোমার ভাষায়
তোমার স্বপ্নে , তোমার খেয়ালে বদ্ধ পাশায়
তোমার মনের কোষায় , প্রেমের ভরসায়
আমার তিনদিনের এই স্বপ্ন হারিয়ে গেছে
হারিয়ে গেছে তোমায় ফিরে পাবার মৌন আশায়।
আমার স্বপ্ন , আমার তিনদিনের স্বপ্ন
রোদ্র মাঝে এসেছিল ঝড়ের বেগে
সম্ভাবনায় ভরিয়ে দিয়ে ঈশান কোনের কালো মেঘে
প্রেমের যোগে , প্রেমের আবেগে
আমার তিনদিনের স্বপ্ন হারিয়ে গেছে
এক্কেবারে হারিয়ে গেছে তোমার স্বপ্ন জাগার আগে। 

বেলা বোসের চিঠি


বেলা বোসের চিঠি


আমি বেলা বোস

এটা আমার একার গল্প নয়

তখন আমার রাত গুলো সব কেটেছে

ঝিঁ ঝিঁ পোকার আওয়াজ শুনে

তুমি যে নম্বরে ফোন করেছিলে

ওটা রং নাম্বার ছিল না

আমার নম্বর

না,আমার নয় আমার বাড়ির

টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন

ফোন টা আমিই ধরেছিলাম

তুমি চাকরি পেয়েছ শুনে

আমি আনন্দে কেঁদেছিলাম

আমার উত্তেজনা তোমার চেয়ে বেশি ছিল

আমার নীরবতায়

তুমি চেয়েছিলে আমার সঙ্গে সুখী হবে

আমিও তাই চেয়েছিলাম

এগারোশো টাকায় চালিয়ে নিতাম মাস

তবু........................

এ সমাজ তোমার আর্তনাদ বোঝে না

বোঝে না আমার নীরব হাহাকার

কোনো বেলা বোসের জীবন নির্ভর করে

কোনো পুরুষের সচ্ছলতায়

আমি বেলা বোস পারিনি তোমার ভালোবাসার মর্যাদা দিতে

পারিনি উচ্চস্বরে বলতে

জাহান্নামে যাক সমাজ

আমি মানি না


আমার পরিবার এখন সচ্ছল

চারচাকার হিসেবে



আর আমি!

শান্ত পরিবেশে

তোমার দীর্ঘশ্বাস

আমার জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছে

আমি শান্তি হারা



আমি বেলা বোস

এটা শুধু আমার একার গল্প নয়

হাজার হাজার গল্প

হাজার হাজার বেলা বোস

হাজার হাজার অলিতে গলিতে

কোনো রাতের আন্ধকারে কাঁদছে

কোনো গভীর নির্জনতায় ।


---------------সত্যম বড়াল