Tuesday 1 January 2013

ভাঙ্গা স্বপ্ন


ভাঙ্গা স্বপ্ন

অনেক গল্প লিখেছিলাম তোমায় নিয়ে

দেখানো হয় নি কী তোমায়?

না না, তা নয় ভুল করছি।

তুমি দেখতে পাও নি

আমার মনের টেবিলই ছিল

ঘরটা আমার আলগা ছিল

বাঁশের বেড়ায় ঘেরা

পয়সা ছিল না মোটা কাগজ কেনার

কালি ও ছিল না ভালো

একদিন গভীর রাতে

ঝমঝম করে বৃষ্টি নামে

শীতকালেও বৃষ্টি

চমক লাগে

ছুটে যাই বেড়ার পাশের টেবিলে

জল পড়েছে বটে

কাগজের তেমন কোনো ক্ষতি হয় নি

দোষ কালিটার

ঝাপসা হয়ে গেছে।

আমার মনের কোনের স্বপ্ন গুলো

আবার বসেছে কালি নিয়ে,লিখবে

কিন্তু ভাবনা একটাই

ঝাপসা কাগজে কী আবার স্পষ্ট লেখা যায়?