Friday 27 June 2014

শ্যামলা মেয়ে

পদার্থবিদ্যার কঠিন,জটিল সূত্র গুলো জানে না হয়তো
তবু ভালোলেগে ছিল
দেখা হয়েছিল এক ঝলক মাত্র
গ্রাম্য সরু মেঠো পথ ধরে
এক পাল ছাগল নিয়ে
গোধুলী বেলায় ফিরছিল
তার ছোট্ট তালপাতার কুঠীরে
ওড়না ছিল না কাঁধে
শ্যামলা গায়ের রঙ
কোমরে বেতে শাকের ঝুড়ি
হাতে বিপত্তারিনীর লাল সুতো
মা আর মেয়ের ছোট্ট কুঠীর
বাবা গত হয়েছে বহুদিন
অভাবের সংসার, চুনো মাছ, বেতে শাকের জীবন
তবু মুখে হাসি লেগেই রয়েছে
বুভুক্ষ সমাজের ছায়া
বিপদ আনাচে কানাচে উঁকি মারে
ওর কোনো চিন্তা ভাবনা নেই
হারানোর তো কিছু নেই
বাড়ীতে প্রস্তাব দিলাম
মা ওই মেয়েটা তো ভালো, যদি.........
থামিয়ে দিলেন " চুপ কর, জানিস ওর সম্বন্ধে ?
সারাদিন মাঠেঘাটে ঘোরে
আবার হবে ঘরের বৌ, করবে সংসার!! "
বুঝলাম ওরা গরীব
চারপাশে সম্মান থাকবে না পরিবারের
পদার্থবিদ্যার সূত্রগুলো বোঝে না, জীবন বোঝে
তাই ভালো লেগেছিল স্নিগ্ধহাসি
বুঝলাম অন্ধকার থেকেও আলোর আভাস পাওয়া যায়,উপলব্ধি করা যায় না

আর আমি............আলোতে থেকে অন্ধকার???

মন্ত্রী হও মুকুট পাবে

আপনি রাজনীতি করেন?
মন্ত্রী সভার লোক
দাঁড়ান একটা সেলাম ঠুকি

বাইশে শ্রাবণ গল্প ভাবতে পারেন
উনিশে এপ্রিল অপেক্ষা
চৌরঙ্গী লেনের নগ্ন দেহ
ভদ্র বেশে কুকুরের জাত
ছাড়ুন তো এসব
আপনি রাজনীতি করেন
মন্ত্রী সভার লোক
দাঁড়ান একটা সেলাম ঠুকি

স্যার, ঊনত্রিশ এপ্রিল এর ঘটনাটা শুনলেন
টপিক ফাটাফাটি
ছোলার ডালে কুপোকাত পঁচাশি বাঙ্গালী
সিধে হসপিটাল
পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক
ছাড়ুন তো এসব
আপনি রাজনীতি করেন
মন্ত্রী সভার লোক
দাঁড়ান একটা সেলাম ঠুকি

আর স্যার দোসরা জুনের ব্যাপারটা মনে আছে?
আপনাকে বলছিলাম একদিন
ওই যে ইন্টারভিউর ব্যাপারটা
সার্কেল অফিস
আমার বড় শালার বড় মেয়ের ছেলের
খুব ভালো ছেলে স্যার
আপনি সাক্ষাৎ দেবতা
চাইলে সব পারেন
একটু দেখবেন স্যার

আপনি রাজনীতি করেন
মন্ত্রী সভার লোক

সেলাম স্যার আপনাকে সেলাম

প্রীতিকণা ফিরে এসো

তখন ও আকাশে ছিল চাঁদ
কত তারা ছিল সারি সারি
তবু তুই চলে গেলি বহুদূরে
গেলি একা আমিকে, একা একা ছাড়ি ।

কতো স্বপ্ন তোকে নিয়ে মনে মনে
আরও কত হাজার ও স্বপ্ন আঁকে
সত্যি বলতো একবার ও মনে পড়ে নি আমায়?
তোর হাজার ও ব্যস্ত কাজের ফাঁকে?

কত জল বয়ে গেছে নদীতে
কত রাত থেকে গেছে অধরা
মন খুব ফাঁকা ফাঁকা লাগছে
আমি অসম্পূর্ণ তুই ছাড়া।

‌‍প্রীতিকণা আয়না ফিরে আমার কাছে
আবার পার্কে পাশাপাশি বসি
বিষাক্ত অতীত ভুলে যাই
নতুন করে আবার ভালোবাসি।

আয়না ফিরে সত্যি বলছি
সূর্য উঠুক পূব আকাশে
তোর আমার ভালোবাসায়

নতুন ফুল ফুটুক ঘাসে।