Saturday 22 January 2022

অনুতাপ

 না হয় করেছি ভুল

না হয় পারিনি বাসতে ভালো তেমন করে

তা বলে কি দুঃখ দেবে

দুঃখ দেবে অমন করে ?


আজ থেকে আর জ্বালাবে না কেউ

তোমায় তেমন

তোমার জন্য দুঃখের মেরু সুখের হবে

আমার জন্য নরক যাত্রা শুরু সবে ।


কাঁদবো না আর আগের মত যখন তখন

সময় আমায় সব ইতিহাস ভুলিয়ে দেবে

তোমার জন্য কাব্যে লেখা কবিতা গুলো

সময় করে আজ থেকে ঠিক ঘুমোবে ।

পটভূমি :দুর্ভিক্ষ

 সবাই শান্তি চাইছে

সবাই চাইছে এক ফোঁটা বিশ্রাম 

ঘুম ঘোর কেটে গেছে

নেমে গেছে বিষাদের ছায়া

কেউ মরেনি

কেউ যায়নি ছেড়ে 

অনিশ্চয়তার আগামী 

ঘুরে ফিরে ডাক দিচ্ছে 

এবার তোর পালা 

বাটি হাতে নাম

নেমে পড় রাস্তায় রাস্তায়

কেউ পাশে নেই

কোনো অতীত উঁকি মারছে না

একদল শকুন অপেক্ষারত 

এবার বুঝি তার দুঃখের দিন শেষ

ভাগাড় বাংলার ঘরে ঘরে ।

ও পদার্থবিদ্যার সূত্র গুলো জানে না হয়তো

 ও পদার্থবিদ্যার কঠিন,জটিল সূত্র গুলো জানে না হয়তো

তবু ভালোলেগে ছিল

দেখা হয়েছিল এক ঝলক মাত্র

গ্রাম্য সরু মেঠো পথ ধরে

এক পাল ছাগল নিয়ে

গোধুলী বেলায় ফিরছিল

তার ছোট্ট তালপাতার কুঠীরে

ওড়না ছিল না কাঁধে

শ্যামলা গায়ের রঙ

কোমরে বেতে শাকের ঝুড়ি

হাতে বিপত্তারিনীর লাল সুতো

মা আর মেয়ের ছোট্ট কুঠীর

বাবা গত হয়েছে বহুদিন

অভাবের সংসার, চুনো মাছ, বেতে শাকের জীবন

তবু মুখে হাসি লেগেই রয়েছে

বুভুক্ষ সমাজের ছায়া

বিপদ আনাচে কানাচে উঁকি মারে

ওর কোনো চিন্তা ভাবনা নেই

হারানোর তো কিছু নেই

বাড়ীতে প্রস্তাব দিলাম

মা ওই মেয়েটা তো ভালো, যদি.........

থামিয়ে দিলেন " চুপ কর, জানিস ওর সম্বন্ধে ?

সারাদিন মাঠেঘাটে ঘোরে

ও আবার হবে ঘরের বৌ, করবে সংসার!! "

বুঝলাম ওরা গরীব 

চারপাশে সম্মান থাকবে না পরিবারের

ও পদার্থবিদ্যার সূত্রগুলো বোঝে না, জীবন বোঝে

তাই ভালো লেগেছিল স্নিগ্ধহাসি

বুঝলাম অন্ধকার থেকে আলোর আভাস পাওয়া যায়,বোঝা যায় না

আর ............আলোতে থেকে অন্ধকার!!!! 

আমার জীবন থেকে হারিয়ে রজনীগন্ধা

 গোলাপে কাঁটা থাকে জানি

কিন্তু তুমি তো গোলাপ নও

তুমি রজনীগন্ধা ছিলে আমার জীবনে 

কোথায় হারিয়ে গেলে

আমি মালি নই

বাগানে যাওয়ার অভ্যাস নেই

তবু সেদিন গিয়েছিলাম বাগানে

অনেক গোলাপ ফুটেছিল

একটি সুন্দর ঘ্রাণ, নিয়ে গেল আমাকে

গভীর থেকে আরো গভীরে

শেষে দেখি তুমি, রজনীগন্ধা

আমি তুলব ভাবলাম

দেখি অতি নিকটে দাঁড়িয়ে আছে মালি

তোলা হল না 

তোমার ঘ্রাণ আমি অনুভব করেছিলাম মরমে মরমে

পরের দিন আবার এলাম বাগানে

গাছ ও ছিল মালি ও ছিল

শুধু তুমি নেই

কোথায় হারিয়ে গেলে

তোমার ঘ্রাণ আজ ও আমাকে বাগানে নিয়ে যায়

তোমাকে আর পাই না

তোমার অপেক্ষায় আমি আজো বসে আছি

রজনীগন্ধা ফিরে এসো আমার জীবনে

কোথায় হারিয়ে গেলে !!

তুমি কোথায় হারিয়ে গেলে ??

সব শেষ

দুঃখ দেয়নি হিসেবের চাবিকাঠি 
দুঃখ দিয়েছ তুমি
মন্দ বাতাসে জর্জরিত হৃদয়
কাঁদতে চাইছে খুচরো ইতিহাসে
স্বপ্ন গুলো পুঁই মাচাতে তুলে
ঝড়ের হিসেব কষছে মোমবাতি
আমি কোনো পড়ন্ত বিকেলে
ধানের শীষের স্বপ্ন গুলো আনি
এক এক করে সাজিয়ে রাখা উঠোন
ঝড়ের রাতের পুঁই মাচাকে ভুলে
নিভতে বসেছে জ্বলন্ত মোমবাতি।