Friday 27 June 2014

প্রীতিকণা ফিরে এসো

তখন ও আকাশে ছিল চাঁদ
কত তারা ছিল সারি সারি
তবু তুই চলে গেলি বহুদূরে
গেলি একা আমিকে, একা একা ছাড়ি ।

কতো স্বপ্ন তোকে নিয়ে মনে মনে
আরও কত হাজার ও স্বপ্ন আঁকে
সত্যি বলতো একবার ও মনে পড়ে নি আমায়?
তোর হাজার ও ব্যস্ত কাজের ফাঁকে?

কত জল বয়ে গেছে নদীতে
কত রাত থেকে গেছে অধরা
মন খুব ফাঁকা ফাঁকা লাগছে
আমি অসম্পূর্ণ তুই ছাড়া।

‌‍প্রীতিকণা আয়না ফিরে আমার কাছে
আবার পার্কে পাশাপাশি বসি
বিষাক্ত অতীত ভুলে যাই
নতুন করে আবার ভালোবাসি।

আয়না ফিরে সত্যি বলছি
সূর্য উঠুক পূব আকাশে
তোর আমার ভালোবাসায়

নতুন ফুল ফুটুক ঘাসে।